সামাজিক দূরত্ব শিকেয় তুলে তৃণমূলের সভা বাঁকুড়ার সোনামুখীতে : অভিযোগ বিজেপি র

14th June 2020 7:08 pm বাঁকুড়া
সামাজিক দূরত্ব শিকেয় তুলে তৃণমূলের সভা বাঁকুড়ার সোনামুখীতে : অভিযোগ বিজেপি র


নিজস্ব সংবাদদাতা ( বাঁকুড়া ) : স্বাস্থ‍্য দপ্তরের ঘোষনাই সার ! মুখ‍্যমন্ত্রী বারবার বলছেন সামাজিক দূরত্ব বজায় রাখার কথা । তাঁর ই দলের নেতারা সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূর অস্ত , পাশাপাশি ঠাসাঠাসি বসে সভা করছে । করোনা নিয়ে যখন গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক গ্ৰাস করেছে তখন সমস্ত সতর্কতাকে বুড়ো আঙুল দেখিয়ে বাঁকুড়ার সোনামুখীতে সভা করলো তৃণমূল । এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের । এদিন সোনামুখীতে আয়োজিত তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শ‍্যামল সাঁতরা , জেলা সভাপতি শুভাশীষ বটব‍্যাল , তৃণমূল নেত্রী দিপালী সাহা , জয়ন্ত মিত্র প্রমুখ । এদিন তৃণমূলের দলীয় কার্যালয়ের ও উদ্বোধন করা হয় । সভায় বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের কর্মীরা ভীড় করেন । অধিকাংশের মুখেই মাস্ক ছিল না । একটা জায়গায় গাদাগাদি করে বসে ছিলেন তৃণমূলের কর্মী সহ নেতারা । পুলিশের সামনেই স্বাস্থ‍্য বিধি শিকেয় তুলে সভা হলেও পুলিশ কার্যত তৃণমূলের দলদাস বলে অভিযোগ করেছেন বিজেপির সোনামুখী নগর মন্ডলের সভানেত্রী শম্পা গোস্বামী । এদিনের আয়োজিত সভাস্থলে প্রায় ২২০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন বলে দাবী তৃণমূল নেতৃত্বের । যদিও তাকে 'অসম্ভব ' বলেছেন বিজেপি নেত্রী । তৃণমূলের ই এক শিবিরের লোক অপর শিবিরে যোগ দিচ্ছে । তাদের বিজেপি বলে চালাচ্ছে বলে জানিয়েছেন বিজেপি নেত্রী শম্পা গোস্বামী । তৃণমূল নেতৃত্বের অবশ‍্য দাবী , অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি । সেসব যে ভাঁওতা ছিল তা বুঝতে পেরেই দলবদল । মমতা ব‍্যানার্জী র কাজে আগ্ৰহী হয়েই সকলে তৃণমূলে যোগ দিয়েছে । সবমিলিয়ে তুমুল রাজনৈতিক চর্চা দলবদল না গোষ্ঠীবদল ? 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।